আজকাল ওয়েব ডেস্ক: টম হল্যান্ডের স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল! নাম রাখা হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন জানালেন, ছবির শুটিং শুরু হবে এবছর গ্রীষ্মেই। সোমবার লাস ভেগাসের সিনেমা কন-এ প্রযোজনা সংস্থা সোনি তাদের প্রেজেন্টেশনে ছবির নাম ঘোষণা করে। যদিও টম হল্যান্ড নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তবে তিনি একটি ভিডিও বার্তায় ছবির ব্যাপারে বললেন—

 

 

“আমি দুঃখিত যে আজ এখানে থাকতে পারলাম না। এইমুহূর্তে পৃথিবীর অন্য প্রান্তে একটা ছবির শুটিং করছি। আমি জানি, আমরা ‘নো ওয়ে হোম’-এর শেষে তোমাদের একটা বিশাল ক্লিফহ্যাঙ্গারে রেখে গিয়েছি। তাই ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ একেবারে নতুন শুরু। এটুকুই বলতে পারি। এর বেশি কিছু বলা বারণ! আমাকে মুখ খুলতে না করা হয়েছে। তাই চিন্তা করো না, আমি এই ছবির কোনও স্পয়লার ফাঁস করব না!” প্রসঙ্গত, টমকে দেখা যাবে ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘দ্য ওডিসি’-তে, যেখানে তাঁর সঙ্গে থাকছেন ম্যাট ডেমন, জেন্ডায়া ও অ্যান হ্যাথওয়ে।

 

২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর শেষে পিটার পার্কার পুরো বিশ্ব থেকে নিজের পরিচয় মুছে দেয়, কারণ সে ভুল করে মাল্টিভার্সের দরজা খুলে ফেলেছিল। সেখান থেকেই সম্ভবত এই ছবির গল্প শুরু হবে। 

 

 

ছবির পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন মঞ্চে এসে বলেন, “আমি প্রতিদিন এই চরিত্রের পরবর্তী অধ্যায় নিয়ে দারুণ উত্তেজিতভাবে কাজ করছি। দুর্দান্ত সব আর্টিস্টদের সঙ্গে মিলে স্পাইডি-স্যুট, ওয়েব-সুইং…সঙ্গে এমন একটা গল্প তইরির চেষ্টা করছি, যা আগে কখনও দেখা যায়নি।”‘স্পাইডার ম্যান ৪’ ছবিতে পিটার পার্কারের বন্ধু এমজে (জেন্ডায়া) ও নেড (জ্যাকব ব্যাটালন) ফিরে আসছেন এই ছবিতে। তবে সবচেয়ে বড় চমক—‘স্ট্রেঞ্জার থিংস’-এর স্যাডি সিংকও কাস্টে যোগ দিয়েছেন!

 

‘স্যাডি’র চরিত্র কী হতে চলেছে, তা এখনও নিশ্চিত নয়। তবে গুজব শোনা যাচ্ছে, সে ‘এক্স-মেন’ ইউনিভার্সের বিখ্যাত চরিত্র ‘জিন গ্রে’-র ভূমিকায় আসতে পারে! এর আগে এই চরিত্রে অভিনয় করেছেন ফ্যামকে জ্যানসেন ও সোফি টার্নার। যদি সত্যিই এই গুজব ঠিক হয়, তবে স্পাইডার-ম্যান আর এক্স-মেন একসঙ্গে প্রথমবার ধরা দেবে পর্দায়!

 

তবে এই প্রতীক্ষার অবসান হবে ৩১ জুলাই, ২০২৬-এ, যখন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বড়পর্দায় আসবে! তাহলে কি এবার স্পাইডি মাল্টিভার্সের বাইরে নতুন কিছু করতে চলেছে? নাকি এক্স-মেনের সঙ্গে তার প্রথমবার দেখা হতে চলেছে?